+88
XXXX
জরুরি বিজ্ঞপ্তি

সম্মানিত গ্রাহক,

১) আয়কর আইন-২০২৩ অনুযায়ী,

ক) ব্যক্তি হিসাবের ক্ষেত্রে গ্রাহক কর্তৃক রিটার্নের হালনাগাত প্রাপ্তি-স্বীকারপত্র ব্যাংকে জমা না দিলে আমানতের সুদের উপর ১০% এর পরিবর্তে ১৫% হারে উৎসে-কর কর্তন করা হবে।

খ) কোম্পানি হিসাবের ক্ষেত্রে গ্রাহক কর্তৃক রিটার্নের হালনাগাদ প্রাপ্তি-স্বীকারপত্র ব্যাংকে জমা না দিলে আমানতের সুদের উপর ২০% এর পরিবর্তে ৩০% হারে উৎসে-কর কর্তন করা হবে। অতিরিক্ত উৎসে-কর কর্তন হতে অব্যাহতির জন্য গ্রাহক কর্তৃক আয়কর রিটার্নের হালনাগাদ প্রাপ্তি-স্বীকারপত্র এমটিবি-এর যেকোনো শাখায় জমা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

২) নতুন হিসাব খোলার ক্ষেত্রে প্রারম্ভিক জমা এবং চলমান হিসাবসমূহে বিদ্যমান জমার পরিমান যদি ১০ লক্ষ টাকার অধিক হয়, তাহলে গ্রাহক কর্তৃক আয়কর রিটার্নের হালনাগাদ প্রাপ্তি-স্বীকারপত্র জমাদান বাধ্যতামূলক।

বিস্তারিত জানতে কল করুন ১৬২১৯ নম্বরে অথবা যোগাযোগ করুন এমটিবি-এর যেকোনো শাখায়।